বৈষম্যবিরোধী বিল: আলোচনা-সমালোচনা আমলে নিন

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১৯:০৪

দীর্ঘ অপেক্ষার পর গত ৫ এপ্রিল জাতীয় সংসদে 'বৈষম্যবিরোধী বিল-২০২২' উপস্থাপন করা হয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের সব নাগরিক আইনের চোখে সমান এবং আইনি সুরক্ষা পাওয়ার সমান অধিকার রাখে। সংবিধানের ২৮(১) অনুচ্ছেদ মতে, রাষ্ট্র ধর্ম, জাতি, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো বৈষম্য করতে পারবে না।


কিন্তু সংবিধানের এসব বিধানকে বাস্তবে প্রয়োগ করতে হলে যে-আইনের প্রয়োজন ছিল তা এতদিন ছিল না। বৈষম্যবিরোধ বিলটি সংসদে পাস হলে ওই ঘাটতি পূরণ হবে। এ জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। বিলটিতে বলা হয়েছে, এ আইনবলে একজন নাগরিক কোনো সরকারি বা বেসরকারি অফিস, জনসমাগম হয় এমন কোনো স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে যে-কোনো রকম বৈষম্যের শিকার হলে প্রতিকার চাইতে পারবেন।


উল্লেখ্য, এ আইনটির জন্য নাগরিক সমাজের বিভিন্ন অংশ- বিশেষ করে যারা সমাজের অধিকারবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেন- দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। এমনকি ২০১৩ সালে জনমত জরিপের মাধ্যমে রচিত এ আইনের একটি খসড়া তাদের পক্ষ থেকে জাতীয় আইন কমিশনে জমা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও