পুলিশের তৈরি ঘর
হঠাৎ আবিষ্কার করেছিলেন তাঁদের কোনো জায়গাজমি কিংবা ঘরবাড়ি নেই। মানুষের বাড়িতে কাজ করে তাঁদের বাড়িতেই সন্তানসহ থাকতে হতো তাঁকে। একজন মানুষ এ রকম পরজীবী হয়ে থাকলে তাঁর মানসিক অবস্থা কেমন হয়, তা ভুক্তভোগীমাত্রই জানেন।
মুজিববর্ষ আকতার বানুকে একটা চমক উপহার দিয়েছে। বাংলাদেশ পুলিশ মুজিববর্ষে বিভিন্ন পরিকল্পনা করলেও করোনা মহামারির কারণে তার কিছু কিছু বাস্তবায়ন করতে পারেনি। ফলে সেই বেঁচে যাওয়া অর্থ দিয়ে তারা প্রধানমন্ত্রীর আবাসন কার্যক্রমে শামিল হয়েছে এবং গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। বহু নিরানন্দ খবরের পাশে এ খবরটি স্বস্তি দেয়।
- ট্যাগ:
- মতামত
- গৃহহীন মানুষ
- গৃহহীন
- পুলিশের তৈরি বাড়ি