রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০ জন
রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ১১০ জন। ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় হাসপাতালের বাইরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জায়গা নেই। রোগীরা হাসপাতালের মেঝে, বারান্দা ও গাছের নিচে মাদুর বিছিয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীর চাপ থাকায় কিছুক্ষণ পর পরই রিকশা, অটোরিকশায় ডায়রিয়া রোগী আসছেন জরুরি বিভাগের সামনে। সেখান থেকে রোগীর স্বজনেরা ধরাধরি করে হাসপাতালের হুইল চেয়ারে করে ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন।