You have reached your daily news limit

Please log in to continue


আলিয়ার বিয়েতে মাত্র ২৮জন দাওয়াত পেয়েছেন

আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে এই মুহূর্তে বিটাউনের সবচেয়ে আলোচ্য বিষয়। সবার নজর এখন বলিউডের এই হবু দম্পতির দিকে।

তাঁদের বিয়ের দিন থেকে শুরু করে কারা আমন্ত্রিত, ঠিকানা—সবকিছু ঘিরে এখনো ধোঁয়াশা। এরই মধ্যে এই বিয়ে ঘিরে বলিউড সাম্রাজ্যে উড়ে বেড়াচ্ছে আরও নতুন কিছু তথ্য।


আলোয় আলোয় ঝলমলিয়ে উঠেছে চেম্বুরের ‘আরকে স্টুডিও’, পালি হিলের ‘বাস্তু অ্যাপার্টমেন্ট’, আর ‘কৃষ্ণা রাজ বাংলো’।

দুই পরিবারেই এখন চলছে জোরদার বিয়ের প্রস্তুতি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিয়েটা সম্পূর্ণ গোপন রাখার জন্য রণবীরের ‘বাস্তু অ্যাপার্টমেন্ট’ সাদা কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। খবর ছিল, ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে কোনো একদিন গাঁটছড়া বাঁধবেন রণবীর-আলিয়া। আর তাঁদের বিয়ে হবে আরকে হাউস বা বাস্তু অ্যাপার্টমেন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন