![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F12%2FJVIT5Y3B75LCTBWZF46N2FBJNU-782c556305b9d4d41f2e80a7de97cc41.jpg%3Fjadewits_media_id%3D786202)
উত্তেজনার মধ্যে কোরীয় উপকূলের বাইরে মার্কিন রণতরী: কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কোরীয় উপকূলের বাইরের সমুদ্রে কার্যক্রম পরিচালনা করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এই রণতরী মোতায়েন করা হয়েছে।
মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রণতরীটি জাপান সাগরে রয়েছে। পূর্ব সাগর নামেও পরিচিত এটি। মার্কিন কর্মকর্তার দাবি ওই অঞ্চলের মিত্র ও সহযোগীদের আশ্বস্ত করতে জাপানি বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে রণতরীটি। সামনের কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়া মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আর সেই আশঙ্কার মধ্যেই এই মহড়া চালানো হচ্ছে।