You have reached your daily news limit

Please log in to continue


গর্ভকালে রোজা রাখা যায়?

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান হল সংযমের মাস; এই এক মাস তারা রোজা রাখেন সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায়।

তবে গর্ভবর্তী নারী এ সময় রোজা করবেন কি না তা নিয়ে চিন্তায় পড়ে যান; সারাদিন পানি ও খাবার না খেলে গর্ভের সন্তানের ওপর প্রভাব পড়বে কি না তা নিয়েই উদ্বেগ। 

বেশিরভাগ সন্তানসম্ভবা এ সময়টায় দ্বিধায় ভোগেন বলে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওমানের সংবাদমাধ্যম মাস্কাট ডেইলি। এ বিষয়ে আল হায়াত ইন্টারন্যাশনাল হসপিটালের গাইনোকলজিস্ট ডা. আসমা জাবীনের পরামর্শ নিয়েছে তারা।

তিনি বলেছেন, একজন গর্ভবতী নারী যদি শারীরিকভাবে সক্ষম হন এবং সন্তান গর্ভে নিয়েও রোজা করতে ভয় না পান, তাহলে তিনি রোজা করতে পারেন।      

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন