৪৮ লাখ ইউক্রেনীয় শিশু গৃহহারা : জাতিসংঘ

এনটিভি ইউক্রেন প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১০:৫৫

ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের ছয় সপ্তাহে ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু গৃহহারা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


ইউক্রেনে ঘরহারা শিশুর সংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ বলে গতকাল সোমবার জানিয়েছে ইউনিসেফ।


দেড় মাসের এই সামরিক আগ্রাসনে ১৪২টি শিশুকে হত্যার তথ্য যাচাই করেছে জাতিসংঘ। তবে দেশটিতে শিশু নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ইউনিসেফের জরুরি কার্যক্রমের পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেন, ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখই গৃহহীন হয়ে পড়েছে। ৩২ লাখের মতো শিশু তাদের বাড়িতে থাকলেও এদের প্রায় অর্ধেক খাদ্য সংকটে রয়েছে তারা। ৩১ বছরের কর্মজীবনে আমি এত অল্প সময়ে এমন বিপর্যয় দেখিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও