ক্রান্তীয় ঝড় মেগি: ফিলিপিন্সে নিহত ২৫

বিডি নিউজ ২৪ ফিলিপাইন প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১০:৪৭

ফিলিপিন্সজুড়ে বয়ে যাওয়া ক্রান্তীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবারও দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে সরিয়ে আনতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।


ক্রান্তীয় ঝড় মেগি, যাকে স্থানীয়ভাবে আগাটন বলা হচ্ছে, রোববার সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দ্বীপপুঞ্জটির ওপর দিয়ে বয়ে যায়। চলতি বছর এটিই এ ধরনের প্রথম ঝড়। ফিলিপিন্সে বছরে গড়ে এ ধরনের ২০টি ঝড় হয়।


ঝড়টি পূর্ব উপকূলজুড়ে বয়ে যাওয়ার আগে ওই অঞ্চলের ১৩ হাজারেরও বেশি মানুষ উঁচু জায়গাগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ব্যাপক ঝড়বৃষ্টির মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, বাড়িঘর ও মাঠ পানিতে তলিয়ে যায় এবং গ্রামগুলোতে ভূমিধস শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও