সারাদিন AC চালিয়েও বিদ্যুৎ বিল নামমাত্র! কীভাবে? সিক্রেট জানুন আপনিও
গরম পড়তেই AC চালানো শুরু। যাঁদের AC রয়েছে তাঁদের প্রায় সকলেরই ইচ্ছা থাকে সারাদিন AC চালিয়ে থাকতে। কিন্তু বিদ্যুৎ বিল এলেই বাড়ে চিন্তা। কারণ, এক লাফে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে যায়। সেকারণে অনেকের ইচ্ছা থাকলেও সারাদিন AC চালিয়ে থাকেন না।
কিন্তু কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখলেই এই সমস্যার সমাধান সম্ভব। কীভাবে? জানতে এই প্রতিবেদন পড়ুন।
AC-র তাপমাত্রা সেট
AC-র তাপমাত্রা সেট করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে। AC-র তাপমাত্রা যত কমানো হয় কম্প্রেসার তত বেশি সময় ধরে চলে। যার ফলে ইলেকট্রিক কনজ়ামশন বাড়ে। এবং সেকারণে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে। বলা হয় AC-র তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়ালে 6 শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়। তাই ডিফাল্ট টেম্পাচারে সবসময় AC-সেট করা উচিত।
AC-র তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে রাখুন-
আপনার ঘরের AC-র তাপমাত্রা সেট করার সময় 24 থেকে 18 ডিগ্রির মধ্যে রাখা উচিত। এই টেম্পারাচার যেমন ঘরের পক্ষে আদর্শ তেমনই বিদ্যুৎ বিল কম রাখা সম্ভব হয়। তবে বিশেষজ্ঞদের পরামর্শ 23 থেকে 24 ডিগ্রির মধ্যে AC-র তাপমাত্রা সেট রাখা উচিত।