কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমদানি বন্ধ থাকলেও বাড়েনি পেঁয়াজের দাম, স্বস্তিতে ক্রেতারা

বাংলা ট্রিবিউন হিলি স্থলবন্দর প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১৫:৪৮

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১৩ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আগের আমদানিকৃত পেঁয়াজ এখনও শেষ হয়নি। এ কারণে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমতির দিকে রয়েছে।


ভারতীয় পেঁয়াজ ১৬ টাকা কেজি দরে এবং দেশীয় পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এদিকে গুদামে মজুত পেঁয়াজ শেষ হলে আমদানি চালুর আশা আমদানিকারকদের।


হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, রমজানে সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের বাজার কিছুটা স্বস্তিদায়ক। প্রতিবছর রমজানে পেঁয়াজের বাজারে আগুন লাগলেও এবারের পরিস্থিতি ভিন্ন। আগে পেঁয়াজ ২০ টাকা কেজি বিক্রি হয়েছিল, রমজান শুরুর পর কমে ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও