![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F04%2F11%2Fbrahmanbaria-kal-boshaiki-pic-11.04.jpg%3Fitok%3DJvP_0ua9)
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীতে শতাধিক কাঁচা ঘর ও ফসলের ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, হতাহতের ঘটনা ঘটেনি। কালবৈশাখীর পর নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান খান শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সোমবার ভোরে জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামে প্রায় শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো—ভলাকুট ইউনিয়নের বালিয়াখলা, কুটুই ও খাগালিয়া এবং পূর্বভাগ ইউনিয়নের ভূবন, শ্যামপুর ও ভেলুয়া।