সম্পর্ক ভাঙার ৫ লক্ষণ
প্রেমে তো হুটহাটই পড়া যায়, তাই বলে সম্পর্ক টিকিয়ে রাখার মতো ধৈর্য কজনের থাকে? যখন প্রেমের শুরু, তখন কেবলই সমস্ত হৃদয়জুড়ে আনন্দের ঢেউ। কিন্তু তা সাময়িক। ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব, মতের অমিল প্রকট হয়ে ওঠে কখনো কখনো। মেনে এবং মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতিও থাকে না সব সময়।
একটি সম্পর্ক টিকবে কি না তা আগেভাগে বলে দেওয়া মুশকিল। তবু দিনের শুরুটা দেখে নাকি দিনটি কেমন যাবে তা বলে দেওয়া যায়। সেভাবেই কিছু লক্ষণ দেখে বলে দেওয়া যায় সম্পর্ক কোন দিকে আগাচ্ছে। আপনাদের মধ্যে যদি এই লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে তবে হয় ধরে রাখার চেষ্টা করুন নয়তো সরে আসুন-
যত্নের অভাব
প্রেমের শুরুতে যত্ন, ভালোবাসা কোনোটারই অভাব হয় না। কিন্তু সম্পর্ক পুরোনো হতে শুরু করলে সেসব ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। যদি আপনার প্রতি তার যত্নের অভাব টের পান, যদি পর্যাপ্ত সময় থাকার পরও যোগাযোগ কমতে থাকে তবে সেই সম্পর্কের ভবিষ্যত নিয়ে আরেকবার ভাবার সময় হয়েছে।
সংবেদনশীলতাকে গুরুত্ব না দিলে
কারও কারও আবেগ একটু বেশি থাকে। তারা হয়ে থাকে সংবেদনশীল স্বভাবের। সঙ্গীর সংবেদনশীলতাকে গুরুত্ব দেওয়া উচিত। আবেগী বা সংবেদনশীল কেউ যদি বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে, তবে তা মোটেই ভালো কিছু বয়ে আনবে না। সঙ্গীর সংবেদনশীলতা যদি বিরক্তির কারণ হয় তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়াবে।
অবদমন করার প্রবণতা
সম্পর্কে কিছু অধিকারবোধ তো অবশ্যই থাকবে। কিন্তু তা যদি অবদমনের পর্যায়ে গিয়ে পৌঁছায়, তবে মুশকিল। সম্পর্কে কোনো একজন বা একে অপরকে অবদমন করতে থাকলে সেই সম্পর্কের ভবিষ্যত অন্ধকার। এতে সম্পর্কে একঘেয়েমি, বিরক্তিবোধ আসতে মোটেও সময় লাগবে না।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক ভাঙ্গা