জন্ডিস হলে যা করণীয়

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ০৯:৫৩

রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে জন্ডিস বলে। জন্ডিস নিজে কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ।


করণীয়


জন্ডিসের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই বরং অনেক ওষুধ লিভারে মেটাবলিজম হয় এবং এ সময় লিভার আক্রান্ত থাকে বলে না বুঝে ওষুধপত্র খেলে লিভারের আরো ক্ষতির আশঙ্কা থাকে। ফলে জন্ডিসে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। এ সময় পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর তরল এবং নরম ও সহজপাচ্য খাবার খেতে হবে।


হেপাটাইটিস এ ও ই খাদ্য ও পানির মাধ্যমে সংক্রমিত হয়। আর বি, সি এবং ডি দূষিত রক্ত, সিরিঞ্জ এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাই সব সময় বিশুদ্ধ পানি ও খাবার খেতে হবে। শরীরে রক্ত নেওয়ার সময় প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করাটাও খুবই জরুরি। হেপাটাইটিস এ-এর আশঙ্কামুক্ত থাকতে হেপাটাইটিস এ এবং বিশেষ করে হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন সবারই গ্রহণ করা উচিত?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও