You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটিশ রাজবধূর গায়ে বাংলাদেশের তৈরি পোশাক

ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক পরে ঘুরতে দেখা গেছে। তার পরনে থাকা জি-স্টার প্যান্টটি প্রস্তুত করেছে এমবিএম নামের একটি পোশাক কারখানা।

গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক এখন ফ্যাশন জগতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এটা অবশ্যই গৌরবের সংবাদ। 'মেড ইন বাংলাদেশ' ট্যাগ সংযুক্ত পোশাকবিশ্বের ১৬০টিরও বেশি দেশে মানুষের বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, শ্রমিক ও উদ্যোক্তাদের প্রতিশ্রুতি এবং শ্রেষ্ঠত্বের জন্য ক্রমাগত প্রচেষ্টা বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন