কিয়েভের কাছে নতুন গণকবরের সন্ধান

জাগো নিউজ ২৪ কিয়েভ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১৫:১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর আল জাজিরা, রয়টার্স।


ডিমিত্রিভকা কমিউনিটির প্রধান তারাস দিদিচ জানিয়েছেন, বুজোভা গ্রামে একটি পেট্রল স্টেশনের কাছে একটি খাদের ভেতর গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে বেশ কিছু মরদেহ রয়েছে।


তিনি বলেন, আমরা এখন স্বাভাবিক জীবনে ফিরছি। কিন্তু এর মধ্যেই বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছিল যে, বুজোভা শহরের কাছে প্রায় ৩০টি মরদেহ পাওয়া গেছে।


ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।


সম্প্রতি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ শহর থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে শহরের মেয়র ভাদিম টোকার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ার দানবরা (রুশ সেনা) হত্যা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও