এক্সেলে ডার্ক মোড চালু করবেন যেভাবে
রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। এতে যেমন ঘুমের ঘাটতি হয় তেমনি দেখা দেয় চোখের সমস্যা। এজন্য অনেক অ্যাপে ডার্ক মোড ফিচারও রয়েছে। এতে আপনার স্মার্টফোনের অ্যাপে আলোর পরিমাণ থাকবে সহনীয়।
এবার মাইক্রোসফট এক্সেলে এলো এই সুবিধা। অনেকেই রাত জেগে এক্সেলে কাজ করেন। এতে চোখের ওপর চাপ পড়ে। ফলে অল্প দিনেই চোখের বারোটা বেজে যাচ্ছে। তবে এখন চাইলে আপনি এক্সেলে ডার্ক মোড চালু করে রাখতে পারেন।
তবে এক্সেলের পুরো থিম ডার্ক হলেও স্প্রেডশিটের সেল সাদাই থাকবে। ফলে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে মাইক্রোসফট এক্সেলে ডার্ক মোড চালু করবেন-
> এজন্য প্রথমে রিবনের ওপরে বাম পাশের কোণায় থাকা ফাইল মেনুতে ক্লিক করুন।
> এবার ফাইল মেনুর নিচে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
> এখান থেকে অফিস থিম-এর ড্রপডাউন পাওয়া যাবে।
> সেখানে থাকা ডার্ক গ্রে অথবা ব্ল্যাক অপশন নির্বাচন করুন।
> এবার বাম দিকের কোণায় থাকা ব্যাক এরোতে ক্লিক করে মেনু থেকে বের হয়ে এলেই এক্সেলের পুরো ইন্টারফেস গাঢ় ধূসর বা কালো হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাইক্রোসফট এক্সেল
- ডার্ক মোড