ইসলামের প্রথম মসজিদ ১০ গুণ সম্প্রসারণ করবে সৌদি
ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নির্মিত মদিনার সন্নিকটে অবস্থিত ঐতিহাসিক মসজিদে কুবা বর্তমানের চেয়ে ১০ গুণ সম্প্রসারণ করা হবে বলে জানা যায়। প্রথম হিজরি সনে নির্মাণের পর এবারই প্রথম এত বড় সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে হলো।
গত শুক্রবার (৮ এপ্রিল) মদিনা সফরকালে বিখ্যাত কুবা মসজিদ সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।
মসজিদটি ৫০ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হবে। যেখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বর্তমানে এর পরিধি মাত্র পাঁচ হাজার ৩৫ বর্গমিটার।
সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনকালে কুবা মসজিদ উন্নয়নে বাদশাহ সালমানের ভূয়সী প্রশংসা করে যুবরাজ বলেন, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও স্থাপত্য তাৎপর্যের দিকে লক্ষ করে ঐতিহাসিক এসব স্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই বিভিন্ন মৌসুমে মসজিদে আগত বিপুল পরিমাণ মুসল্লি ধারণের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মসজিদ
- সম্প্রসারণ