![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F10%2F-c7fc45a1d52a425629e175147aac346b.jpg%3Fjadewits_media_id%3D785794)
বিবিয়ানা হুট করে বন্ধ হবে না তো!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১০:৫৬
বিবিয়ানা গ্যাস ক্ষেত্র নিয়ে চিন্তায় পড়েছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, সাঙ্গু থেকেও শেষের দিকে এভাবে গ্যাসের বদলে বালু উঠে এসেছিল। এরপর অকালেই সাঙ্গুকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল। কেউ আবার বলছেন, অনেক সময় গ্যাস শেষ হওয়ার আগেও বালু আসতে পারে। তবে পরিস্থিতি যাই হোক, পেট্রোবাংলার উচিত শেভরনের কাছে এই ঘটনার কারিগরি ব্যাখ্যা চাওয়া।
বিশেষজ্ঞরা বলছেন, হুট করে বিবিয়না বন্ধ হলে দেশ বড় বিপদে পড়বে। বিবিয়ানাতেই তাই আরও অনুসন্ধানে জোর দিয়েছেন তারা।