কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের প্রথম সরকার

সমকাল মিজান শাহাজাহান প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১০:১১

বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন ১০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকেও অনুমোদন করা হয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ করেন 'মুজিবনগর'। সেই থেকে কলকাতায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশ সরকার মানুষের কাছে 'মুজিবনগর' সরকার নামে পরিচিত। এ সরকারের নেতৃত্বে পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।


১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হলেও মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম। ওই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ভিন্ন মাত্রা পায়। ২৫ মার্চের কালরাতে 'অপারেশন সার্চলাইট' নামে গণহত্যার পর 'প্রথমে আত্মরক্ষা, তারপর প্রস্তুতি এবং সর্বশেষে পাল্টা আক্রমণ' এই নীতিতে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর কমরেড ইন আর্মস তাজউদ্দীন আহমদ সরকার গঠনের পরিকল্পনা শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও