![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F04%2F10%2Fctg.jpg%3Fitok%3Djz4-wKJ7)
শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, চবি শিক্ষার্থীদের হাতে ৩ জন আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে প্রায়ই বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে আহত হচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয়গামী শাটলে ঘটে পাথর ছোড়ার ঘটনা। পরে শিক্ষার্থীরা ধাওয়া করে তিন জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্যসহ ওই তিন জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে সোপর্দ করে। আটক করা তিন জনের বয়স ১২ থেকে ১৪ বছর। এর মধ্যে এক জন কিশোরী রয়েছে।