রিজার্ভ থেকে আয় কমেছে ২১০ কোটি টাকা

যুগান্তর বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০৮:৫২

করোনার প্রভাবে গত প্রায় দুই বছর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ বিনিয়োগ করে আয় আরও কমেছে। গত এক বছরের ব্যবধানে এ খাতে আয় কমেছে ২১০ কোটি টাকা বা প্রায় ৪ শতাংশ। আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রার মান কমে যাওয়ার গতি রোধ হওয়ায় এবার পরোক্ষ লোকসান হয়নি। যা আগের বছর হয়েছিল। তবে বিভিন্ন খাতে এবার আয় বেশি হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।


২০১৯-২০ অর্থবছরে এ খাতে আয় হয়েছিল ৫৩৯৩ কোটি টাকা। গত অর্থবছরে আয় হয়েছে ৫২৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় কমেছে ২১০ কোটি টাকা বা প্রায় ৪ শতাংশ। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে আয় কম হয়েছিল ১৯৮৩ কোটি টাকা। সে হিসাবে এবার আয় কমার হার হ্রাস পেয়েছে। গত অর্থবছরে করোনার ধকল কম ছিল। এতে আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে। ফলে বিভিন্ন দেশের মুদ্রার মান বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রা থেকে আয় কমার প্রবণতা হ্রাস পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও