একজন বাংলাদেশি ডাক্তার ও ডায়াবেটিস প্রতিরোধে তার আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব
www.tbsnews.net
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১৯:৫২
ছোটবেলা থেকেই বইয়ের পোকা ছিলেন মধু সূদন মালো। খেলার মাঠে গিয়েও বন্ধুরা যখন খেলাধুলায় মশগুল থাকত, তখন তিনি বই পড়তেন।
সূয়াপুর নান্না উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরির বইগুলো ছিল তার রত্ন। অষ্টম শ্রেণি শেষ করার আগেই তিনি প্রায় ৫০০ বই পড়ে শেষ করে ফেলেন।
এরপর একদিন তার হাতে আসে জর্জ ওয়াশিংটন কার্ভারের একটি বই। ১৯২০-এর দশকের এই প্রখ্যাত কৃষ্ণাঙ্গ আমেরিকান বিজ্ঞানী তুলার বিকল্প ফসল ও মাটির ক্ষয়রোধের পদ্ধতির প্রসার ঘটান।