![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-90743451,imgsize-41590,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
এই গরমেও ঠোঁট ফাটছে? এই ৫ উপায়ে দ্রুত উপশম পেতে পারেন!
eisamay.com
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১৮:১৪
সারাদিনের ব্যস্ততার মাঝে যে অংশটি সবচেয়ে বেশি অবহেলিত হয়, সেটি হল একজোড়া ঠোঁট। সেজে-গুজে বেরনোর সময় ঠোঁটে লিপস্টিক লাগালেও, ঠোঁটের সৌন্দর্য নিয়ে তেমন কেউ মাথা ঘামাই না। আর তাই সুন্দর মুখে ফাটা ঠোঁট, অথবা কালো ছোপ পড়ে যাওয়া ঠোঁট খুবই বাজে দেখায়।
তবে, আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এটি কেন হয়? আসলে, এর পিছনে অন্যতম প্রধান কারণ হল ডিহাইড্রেশান।
প্রখর সূর্যের আলোতে ত্বক থেকে অতিরিক্ত ঘাম হয়, যার কারণে শরীরে জলের অভাব দেখা দেয়। আপনার শরীর যদি ডিহাইড্রেট হতে দেখা যায় তাহলে ঠোঁট শুষ্ক হতে শুরু করে। আর এই সমস্যাটি আরও খারাপ পর্যায়ে পৌঁছে যায় যখন আমরা এটিকে উপেক্ষা করতে শুরু করি। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রাব করার পরেও ঠোঁট ফাটা শুরু করে। এমন পরিস্থিতিতে কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া আপনার জন্য জরুরি হয়ে পড়ে।
- ট্যাগ:
- লাইফ
- ঠোঁট ফাটা সমস্যা