You have reached your daily news limit

Please log in to continue


‘দেখা গেল গল্পে লাগবে শাড়ি, পরিয়ে দিল গামছা’

চলচ্চিত্রের বাইরে ইলিয়াস কাঞ্চনকে অনিয়মিতভাবে ছোট পর্দায়ও দেখা যায়। গল্প ও চরিত্র পছন্দ হলে নাটক–টেলিফিল্মের চরিত্র হয়ে দেখা দেন তিনি। আজ তাঁকে দেখা যাবে এনটিভিতে ‘বইওয়ালা’ নাটকে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। খায়রুল বাসারের লেখা এই নাটক পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটিতে অভিনয়ের কারণ ও অন্যান্য প্রসঙ্গে আজ শনিবার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।

আপনার ব্যবহৃত নম্বরটি গতকাল থেকে বন্ধ পাচ্ছি!

গতকাল আমার ফোনসেট চুরি হয়ে গেছে। তখন থেকে কেউই পাচ্ছেন না। আজ দুপুরে সিম ওঠালাম। এরপর সবার সঙ্গে কথা হচ্ছে।

আজ টেলিভিশনে ‘বইওয়ালা’ নাটকটি দেখানো হবে। আপনি তো নাটকে খুব একটা অভিনয় করেন না, কী ভেবে করলেন?

আমি তো সবই করি, পছন্দ হলে করি। পছন্দ না হলে করি না। এর আগে ‘মরণোত্তম’ নাটক করেছিলাম। নাটকটা আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল, দীর্ঘদিন পর একটা ভালো গল্পের প্রস্তাব পেয়েছি। ‘বইওয়ালা’ গল্পটা শুনেই ভালো লেগে যায়। লেখকের ভাবনাটাও দারুণ লেগেছে। জানি না এখন কেমন তৈরি হয়েছে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন