ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা হয়েছে ইউক্রেনের রেল স্টেশনে: যুক্তরাষ্ট্র
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কের একটি রেল স্টেশনে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি । স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, পেন্টাগন বিশ্বাস করে যে রুশ বাহিনী হামলায় একটি এসএস-২১ স্কারাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে কি কারণে হামলা চালানো হয়েছে তার কারণ এখনো স্পষ্ট নয়।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ব্যবহৃত স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল তোচকাকে এসএস-২১ স্কারাব নামে ডাকে ন্যাটো সেনারা। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এই হামলার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র।