![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/08/fae1d98b12007114e109428b6fde0846-6250342ca1058.jpg)
ইউএনওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কলেজছাত্রীর, তদন্তে প্রশাসন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক কলেজছাত্রী। এ বিষয়ে ওই কলেজছাত্রী প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
বর্তমানে মো. মনজুর হোসেন (পরিচিতি নম্বর-১৭৩০০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত।
বিয়ের প্রলোভন দিয়ে ওই কর্মকর্তার ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন কলেজছাত্রী। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পরেও বিয়ে না করায় প্রতারণার শিকার হয়েছেন মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ ও তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণের অভিযোগ
- বিয়ের প্রলোভন