নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ!

ঢাকা টাইমস মাইজদী প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ১৭:৩৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের চেষ্টার অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে চ্যানেল-২৪ ও নিউজ-২৪ সহ কয়েকজন গণমাধ্যমকর্মীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তারা চ্যানেল দুটির ক্যামেরাপার্সনদের সাথে অশোভন আচরণ করে এবং তাদের মারধরের চেষ্টা করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সুধারাম মডেল থানা পুলিশ এসে সংবাদকর্মীদের উদ্ধার করে।


শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের বড় মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, শহরের মোহাম্মদী প্রেস নামে একটি প্রতিষ্ঠানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এ বিরোধের কারণে জায়গাটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু একটি পক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ ওইস্থানে ভবন নির্মানের কাজ করে। এমন অভিযোগ পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও