আরও একটি ঢাকার কথা ভাবতে হবে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে দেশের উন্নয়ন-অগ্রগতির নানা তথ্য, সূচক নিয়ে আমরা যখন খুশিতে আটখানা, তখন তীব্র ও অসহনীয় যানজটে নাকাল রাজধানীবাসী। ‘রাতে মশা,
দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আছি’—একসময় এটা ছিল ঢাকার নাগরিক বিড়ম্বনার ছড়া। এখনো মশার উৎপাত আছে, তবে তার চেয়ে বেশি কষ্ট যানজটে দীর্ঘ সময় অপচয়।