You have reached your daily news limit

Please log in to continue


৪১ দিন জুতা না পরে হাঁটবেন রাম চরণ

বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভ সময়েও জুতা না পরেই ঘুরছেন এই সুপারস্টার।

গেল কয়েকদিনে নেটিজনরা হয়তো লক্ষ করেছেন সেটা। সর্বশেষ মুম্বাইয়ে সিনেমাটির সাকসেস পার্টিতেও একই দৃশ্য; রাম চরণের পায়ে জুতা নেই।

কিন্তু কেন? ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস বলছে, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন