You have reached your daily news limit

Please log in to continue


শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ও রেডমি নোট ১১এস এখন বাজারে

শাওমি বাংলাদেশের বাজারে নতুন দুইটি স্মার্টফোন উন্মোচন করেছে। ফোন দুটি হল - শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ও রেডমি নোট ১১এস।  

শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি

এই ফোনে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। যা ৪৫০০ এমএএইচের ব্যাটারি মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে পারবে। রয়েছে বড় মাপের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডটড্রপ ডিসপ্লে। যা সাপোর্ট করে ১২০০ নিট ব্রাইটনেস। শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ফোনের স্ক্রিনের সুরক্ষা দিতে রয়েছে গরিলা গ্লাস ৫।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন