মুদ্রাবাজারে টাকার টানাটানি
রমজান এলে এমনিতেই ব্যবসায়ীদের টাকা উত্তোলনের চাহিদা বাড়ে। আবার চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে তুলে নিয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এসব কারণে মুদ্রাবাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে করে আন্তঃব্যাংক ধার বা কলমানির সুদহার কিছুটা বাড়তির দিকে। সার্বিকভাবে মুদ্রাবাজারে টাকার টানাটানি শুরু হয়েছে।
আন্তঃব্যাংক কলমানিতে গতকাল বৃহস্পতিবার মোট ৮ হাজার ৮৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। গড়ে ৪ দশমিক ৫১ শতাংশ থেকে ৯ শতাংশ সুদে যা লেনদেন হয়। এর মধ্যে একদিন মেয়াদি ধারের পরিমাণ ছিল ৭ হাজার ৫০৬ কোটি টাকা। গড় সুদহার ছিল ৪ দশমিক ৫১ শতাংশ। আগের দিন বুধবার কলমানিতে মোট ৮ হাজার ৯৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে। দেড় শতাংশ থেকে ৮ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত সুদে যা লেনদেন হয়। গত মাসের শেষ দিনে লেনদেন হয় ৭ হাজার ১৮৫ কোটি টাকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে