লকডাউনে সাংহাই: দ্রুত ফুরিয়ে আসছে খাবার, ঘরে ঘরে হাহাকার
করোনাভাইরাস সংক্রমণের কারণে বড় সংকটে পড়েছে চীনের বৃহত্তম শহর সাংহাই। সংক্রমণ মোকাবিলায় পুরো শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। জরুরি খাবার-দাবার কিনতে বাইরে যেতে দেওয়া হচ্ছে না বাসিন্দাদের। সরকারি সহায়তাও হয়ে উঠেছে অপ্রচুল। ফলে দ্রুত ফুরিয়ে আসছে বাসিন্দাদের ঘরের খাবার। খবর বিবিসির।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সাংহাইয়ে প্রায় ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা স্বীকার করেছেন, শহরটি ‘সমস্যায়’ রয়েছে, তবে তারা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছেন।