২৮ দিন পর কৃষিপণ্য গেল যুক্তরাজ্যে
স্ক্যানার জটিলতার অবসান ঘটায় প্রায় এক মাস বন্ধ থাকার পর যুক্তরাজ্যে সবজিসহ কৃষিপণ্য রপ্তানি পুনরায় শুরু হয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ এই বিরতির কারণে তারা যুক্তরাজ্যে বাজার হারিয়েছেন, যা পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে।
যুক্তরাজ্যের কৃষিপণ্য পাঠাতে সেদেশের পরিবহন দপ্তর (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) অনুমোদিত এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানারের (ইডিএস) মাধ্যমে স্ক্যান করে পাঠাতে হয়। সেই স্ক্যানার গত ৯ মার্চ বিকল হয়ে গেলে যুক্তরাজ্যে কৃষিপণ্য পাঠানো বন্ধ হয়ে যায়।
ঢাকার শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে কার্গো ভিলেজে ইউরোপীয় দেশগুলোতে পণ্য পাঠানোর জন্য চারটি ইডিএস ও দুটি এক্স-রে স্ক্যানার রয়েছে। এর মধ্যে দুটি ইডিএস যুক্তরাজ্যের পরিবহন দপ্তরের অনুমোদিত। ওই দুটি ইডিএসের একটি এক বছর ধরেই বিকল। একমাত্র সচল ইডিএসটি গত ৯ মার্চ বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে কৃষিপণ্য রপ্তানি।
গত বছর ওই এলাকায় দুটি নতুন ইডিএস বসানো হলেও সেগুলো যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট দপ্তর অনুমোদিত ছিল না বলে তা যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে কাজে লাগছিল না।