Television: ‘মিঠাই’-এর প্রত্যাবর্তন! অবশেষে যুদ্ধজয় সেরে ধারাবাহিক ফের ‘বাংলা সেরা’
উলটপুরাণ ঘটিয়ে বাংলা সেরা ধারাবাহিকের গদিতে ফের ‘মিঠাই’। টানা ১৪ সপ্তাহ জি বাংলার এই ধারাবাহিকের জায়গা দখল করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। উচ্ছেবাবু-মিঠাইয়ের রসায়ন ম্লান ঋদ্ধিমান-খড়ির দাপটে। হারানো জায়গা ফিরে পেয়ে বহু দিন পরে যেন স্বস্তির শ্বাস ফেলেছে ‘মিঠাই’। ৯.৮ নম্বর পেয়ে যুদ্ধজয়ের হাসি মোদক পরিবারের সবার মুখে। পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস আনন্দবাজার অনলাইনকে এর আগেই বলেছিলেন, ‘‘জোয়ার-ভাটা সব কিছুতেই আসে। পরিশ্রমে ফাঁকি না থাকলে ফের আগের জায়গায় ফিরে আসবে ধারাবাহিক। এই পিছিয়ে যাওয়া সাময়িক।’’ চলতি সপ্তাহে রেটিং চার্ট বলছে, পরিচালকের ভাবনা ১০০ শতাংশ খাঁটি।
৮.৯ পেয়ে দ্বিতীয় স্থানে ‘গাঁটছড়া’। ধারাবাহিকে রাহুল-দ্যুতির বিয়ে নিয়ে জোর চর্চা। চোখ টেনেছে ঋদ্ধিমান-খড়ির টাটকা রসায়নও। তার পরেই রেটিং চার্টে পিছিয়ে গেল কেন ‘গাঁটছড়া’? প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কর্ণধার স্নিগ্ধা বসুর কথায়, ‘‘ধারাবাহিকের ওঠা পড়া থাকবেই। টানা ১৪ সপ্তাহ বাংলা সেরা ‘গাঁটছড়া’। এই বিচ্যুতি সাময়িক।’’ তবে টেলিপাড়া বলছে, আইপিএল-এর প্রভাব নাকি পড়েছে ছোট পর্দায়। তাই রেটিং চার্টে ধারাবাহিকের নম্বর এতটাই কমেছে।
- ট্যাগ:
- বিনোদন
- সিরিয়াল
- ভারতীয় সিরিয়াল