কলার খোসা ছাড়াল রোবট
প্রথম আলো
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১৫:০৭
রেস্তোরাঁয় রোবট খাবার পরিবেশন করে, আর্থিক হিসাব রাখে—জাপানে এমন ঘটনা বেশ স্বাভাবিক। তবে এবার দেশটিতে নিখুঁতভাবে কলার খোসা ছাড়াল রোবট। জাপানের গবেষকেরা নতুন এই রোবট তৈরি করেছেন।
এই রোবট দিয়ে খোসা ছাড়ানোর সময় কলার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ কলায় কোনো দাগ পড়বে না। তবে গবেষকেরা যে শতভাগ সফল হয়েছেন, এমনটা নয়। এখন পর্যন্ত তাঁদের সফলতার হার ৫৭ শতাংশ।
- ট্যাগ:
- জটিল
- রোবটিক্স
- রোবট
- রোবট রিসিপশনিস্ট
- কলার খোসা