৩ হাজার স্যাটেলাইট পাঠিয়ে ইন্টারনেট ব্যবসা করতে চায় অ্যামাজন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১১:৫৩
মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে চায় টেক জায়ান্ট অ্যামাজন। এ জন্য দুই অভিজ্ঞ রকেট নির্মাতা কোম্পানি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স ও ইউরোপীয় কোম্পানি আরিয়ানস্পেস ছাড়াও ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন।
গতকাল মঙ্গলবার তিনটি রকেট কোম্পানির সঙ্গে এ চুক্তি সম্পন্ন করে অ্যামাজন। চুক্তি অনুযায়ী মোট ৮৩টি রকেট উৎক্ষেপণ করা হবে। এটিকে বিশাল রকেট চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে অ্যামাজন।