ভারতে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত
মহামারিতে বিপর্যস্ত ভারত আলফা কিংবা ওমিক্রনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার নতুন ধরন 'এক্সই' শনাক্ত হয়েছে দেশটিতে। বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৬ এপ্রিল) মুম্বাইতে করোনার এক্সই ধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এর পাশাপাশি 'কাপ্পা' নামে কোভিডের আরও এক নতুন রূপও শনাক্ত হয়েছে মুম্বাইতে। তবে, নতুন ধরনে আক্রান্তদের মধ্যে এখনও তেমন গুরুতর কোনো উপসর্গ দেখা যায়নি।