আজব সময়

www.ajkerpatrika.com নাফিসা চৌধুরী প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০৯:৪৭

আমাদের সময়টা ভালো যাচ্ছে না। প্রবীণরা বলেন তাঁদের সময় ভালো ছিল। আমরা অনেকে বলি শৈশব, বাল্যকালই ভালো ছিল। কিন্তু আমাদের এই সময়ে কোথায় যেন গোলমাল লেগে গেল।



খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞানের এত সব আবিষ্কার হলো যে তার সঙ্গে পায়ে পা রেখে চলা কঠিন হয়ে পড়েছিল। তাল মিলিয়ে চলা যাচ্ছিল না। সর্বসাধারণ মোবাইল ফোন ব্যবহার শুরু করে সে সময় থেকেই। মনে আছে, টেলিভিশন যখন ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে, তখন ওয়াজে বলতে শুনেছি ‘এসব বিদআত! কিয়ামত সন্নিকটে…ইত্যাদি ইত্যাদি।’ অথচ এর কিছু বছর পরেই দেখলাম ধর্মপ্রচার ও আলোচনার অন্যতম মাধ্যম হয়ে উঠল এই ‘বিদআতি’ টেলিভিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও