বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে রিয়াল মাদ্রিদ
ফর্মের চূড়ায় থাকা হয়তো একেই বলে। তাই তো পরপর দুই ম্যাচে করলেন হ্যাটট্রিক, তাও কি না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে।
বলা হচ্ছে, ফরাসি তারকা করিম বেনজেমার কথা। যার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আগামী মঙ্গলবার দিবাগত রাতে এই ব্যবধান উল্টে না গেলে রিয়ালই খেলবে সেমিফাইনালে।
চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া ম্যাচটিতে দুই দলই লড়েছে সমানে সমান। আক্রমণের ধাঁরে বরং এগিয়েই ছিল চেলসি। তবে ভুগতে হয়েছে ফিনিশিং ব্যর্থতা ও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার গড়া দেয়ালের সামনে। পুরো ম্যাচে ২০টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেও একটির বেশি গোল পায়নি চেলসি। অন্যদিকে বেনজেমার দুর্দান্ত ফর্মের পূর্ণ ফায়দাই পেয়েছে রিয়াল। সারা ম্যাচে গোলের ৮টি শট করে তারা।