প্রযুক্তি পণ্য তৈরি হলেও বাড়ছে না উৎপাদকের সংখ্যা

বাংলা ট্রিবিউন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০৮:২২

দেশে তৈরি হচ্ছে প্রযুক্তি পণ্য। ‘মেড ইন বাংলাদেশ’ নামে তৈরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার (পিসি), অ্যান্টি-ভাইরাস,কাস্টমাইজড চ্যাটবট, কম্পিউটার যন্ত্রাংশ ইত্যাদি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রফতানি হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকা বহন করছে। সরকারের সঠিক নির্দেশনা ও প্রণোদনা ইত্যাদি যথাযথভাবে দেওয়া হলে এ খাতে আরও বেশি বিনিয়োগ আসবে। উৎপাদন বেশি হবে।


তবে সংশ্লিষ্টরা মনে করেন, হার্ডওয়্যার পণ্যের উৎপাদনে দেশের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান হার্ডওয়্যার পণ্য উৎপাদন করছে। সরকার এ বিষয়ে আন্তরিক। প্রণোদনা, কর অবকাশ ইত্যাদিসহ অবকাঠামো তৈরিতে বিভিন্ন ধরনের সুবিধা দিলেও হার্ডওয়্যার উৎপাদনে প্রযুক্তি ব্যবসায়ীরা সেভাবে আগ্রহী হননি। যতটা আগ্রহ দেখা গেছে মোবাইল ফোন নির্মাতাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও