প্রযুক্তি পণ্য তৈরি হলেও বাড়ছে না উৎপাদকের সংখ্যা
দেশে তৈরি হচ্ছে প্রযুক্তি পণ্য। ‘মেড ইন বাংলাদেশ’ নামে তৈরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার (পিসি), অ্যান্টি-ভাইরাস,কাস্টমাইজড চ্যাটবট, কম্পিউটার যন্ত্রাংশ ইত্যাদি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রফতানি হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকা বহন করছে। সরকারের সঠিক নির্দেশনা ও প্রণোদনা ইত্যাদি যথাযথভাবে দেওয়া হলে এ খাতে আরও বেশি বিনিয়োগ আসবে। উৎপাদন বেশি হবে।
তবে সংশ্লিষ্টরা মনে করেন, হার্ডওয়্যার পণ্যের উৎপাদনে দেশের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান হার্ডওয়্যার পণ্য উৎপাদন করছে। সরকার এ বিষয়ে আন্তরিক। প্রণোদনা, কর অবকাশ ইত্যাদিসহ অবকাঠামো তৈরিতে বিভিন্ন ধরনের সুবিধা দিলেও হার্ডওয়্যার উৎপাদনে প্রযুক্তি ব্যবসায়ীরা সেভাবে আগ্রহী হননি। যতটা আগ্রহ দেখা গেছে মোবাইল ফোন নির্মাতাদের।