কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কখন যে অফিসে পৌঁছবো বলা কঠিন’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ২১:২৬

নগরজুড়ে অসহনীয় রূপ ধারণ করেছে যানজট। সামান্য পথ অতিক্রম করতে সময় লাগছে কয়েক ঘণ্টা। মন্থরগতিতে চলছে গাড়ি। এই দুর্ভোগ রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী। তবে, রমজানে এ দুর্ভোগের মাত্রা অসহনীয় পর্যায়ে গেছে। সকালে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানজট। যানজটের কারণে অনেক রোজাদার গাড়িতে বসেই সারছেন ইফতার।


নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাস্তা খোঁড়াখুঁড়ি, মেট্রোরেল নির্মাণ, ধীরগতির যানবাহন, উল্টোপথে গাড়ি চলা ও এলিভেটর এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আবার সড়কের দু’পাশে অবৈধ যানবাহন পার্কিং ও ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যানবাহনকে রেজিস্ট্রেশন প্রদান যানজটের অন্যতম কারণ। যানজটে ৫ মিনিটের পথ যেতে সময় লাগছে ৩০ মিনিটের বেশি। ঘণ্টায় যানবাহনের গতি নেমে এসেছে তিন কিলোমিটারের নিচে। ফ্লাইওভারগুলোতেও গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও