শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করবেন না
কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কায় সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট সামলাতে ব্যর্থতার অভিযোগ তুলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপকসের পদত্যাগ চাইছেন।
কিন্তু গোটাবায়া পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তাঁর সরকারের সড়কমন্ত্রী জনস্টন ফার্নান্দো। এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকেরা। খবর আল জাজিরা ও রয়টার্সের। গোটাবায়া ২০১৯ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কার সরকারের শীর্ষ পদগুলোতে রয়েছেন গোটাবায়ার পরিবারের সদস্যরা।