কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চতুর্থ ঢেউয়ের প্রথম ইঙ্গিত? ভারতে মিলল করোনার নয়া প্রজাতি XE

eisamay.com ভারত প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৯:৪৬

ভারতেও ঢুকে পড়ল করোনার নয়া প্রজাতি XE। জানা গিয়েছে, মুম্বইয়ে সন্ধান মিলেছে ভয়ঙ্কর এই প্রজাতির করোনাভাইরাসের (Coronavirus)। ওমিক্রনের BA.1 এবং BA.2 প্রজাতির মিশ্রণে উৎপত্তি হয়েছে এই প্রজাতির ভাইরাসের। ওমিক্রনের (Omicron) থেকেও ১০ গুণ দ্রুতহারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই XE প্রজাতির ভাইরাস। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে একদিকে যখন দেশে গত দু'বছরের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে কম, তখন XE প্রজাতির হদিশ মেলায় ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


কেবলমাত্র এখানেই শেষ নয়, মুম্বইতে হদিশ মিলেছে কাপ্পা প্রজাতির (Kappa) করোনাভাইরাসেরও (Coronavirus)। বিশয়টি নিশ্চিত করেছে বৃহন্মুম্বই পুরসভা।যাদের শরীরে এই XE এবং কাপ্পা ভাইরাসের হদিশ মিলেছে তাঁদের কারওই কোনও গুরুতর সমস্যা নেই বলে খবর। যদিও এই নয়া ভাইরাস অনেকগুণ বেশি সংক্রামক। উপসর্গহীন হলেও খুব দ্রুতহারে ছড়িয়ে পড়তে পারে মানবদেহে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও