You have reached your daily news limit

Please log in to continue


হাজার কোটি আয়ের পথে ‘ট্রিপল আর’

এস এস রাজামৌলি পরিচালিত 'ট্রিপল আর' সিনেমার জয়রথ ছুটছেই। মুক্তির মাত্র ১২ দিনেই সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৩৫ কোটি রুপি। চলতি সপ্তাহে এই আয় হাজার কোটি রুপি ছাড়াবে বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা। বলিউড মুভি রিভিউজ বলছে, তেলেগু বক্স অফিসে ১২তম দিনে সিনেমাটির সংগ্রহ ৫ কোটি রুপি। আর মোট সংগ্রহ ৩৫৩ কোটি রুপির বেশি (গ্রস) এবং নিট ২৪০ কোটি রুপি। সম্পর্কিত খবর তামিল ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৬৫ কোটি রুপি (গ্রস) এবং কন্নড় ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপি (গ্রস)। বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে ‘আরআরআর’ দরকার মাত্র ৬৫ কোটি রুপি।

এছাড়াও সিনেমার হিন্দি ভার্সন ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা। মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির আগেই ৮০০ কোটি রুপি আয় করেছে বলে খবর। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন