![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/04/06/lamia-shafayet-060422-01.jpg/ALTERNATES/w640/lamia-shafayet-060422-01.jpg)
সোহেল চৌধুরী-দিতির সন্তানরা কে কোথায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৭:৩০
ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির দুই সন্তান শাফায়েত চৌধুরী ও লামিয়া চৌধুরীকে সংবাদ মাধ্যমের সামনে খুব একটা দেখা যায় না; বাবা-মাকে হারানোর পর তাদের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন তারা।
সোহেল-দিতির ছেলে শাফায়েত চৌধুরী কানাডার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন।
গত বছরের মাঝামাঝির দিকে নেদাল্যান্ডসের এক তরুণীর সঙ্গে গাঁটছড়া বেঁধে স্থায়ীভাবে আমস্টারডামে বসবাস করছেন শাফায়েত।
২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দিতির মৃত্যু হয়; এর আগে ১৯৯৮ সালে বনানীর এক ক্লাবের সামনে সন্ত্রাসীদের হাতে খুন হন সোহেল চৌধুরী।