You have reached your daily news limit

Please log in to continue


আবার একসঙ্গে ‘রঙের মানুষ’র দুই বন্ধু

টিভি নাটকে ফোক ঘরানার সফল কাজের জন্য ইতিহাস হয়ে থাকবেন ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’-খ্যাত দুই বন্ধু নাট্যকার মাসুম রেজা এবং নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু। দু’জনে এক হয়ে প্রচুর একক ও সিরিজ নাটক করেছেন। 

তবে মাঝে লম্বা সময় অজানা কারণে একে অপর থেকে খানিকটা দূরে ছিলেন দুই বন্ধু। অবশেষে সেই দূরত্ব ঘুচল। টানা চার বছর আবারও মাসুম রেজার চিত্রনাট্য নিয়ে শুটিং মাঠে নামলেন সালাহউদ্দিন লাভলু। নির্মাণ করছেন ঈদের জন্য বিশেষ ধারাবাহিক ‘ঝড়ে বক পড়ে’।

লাভলু জানান, নাটকটির শুটিং চলছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করছেন জে এস হিমি। পটভূমি যথারীতি প্রেম ও ফোক। জানান, নাটকটি হচ্ছে ৬ পর্বের গল্পে।

আবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘হঠাৎ লাভলুর ফোন পেলাম। বললো, বন্ধু ঈদের নাটক লিখে দিতে হবে। হিসেব করে দেখলাম প্রায় চার বছর লাভলুর সাথে কাজ করিনি। তাই কোনও কিছু না ভেবেই এই চিত্রনাট্যটা তৈরি করে দিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন