বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সাবা আজাদের প্রেমের গুজব আবারও শিরোনামে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরের রাস্তায় তাদের হাত ধরে হাঁটতে দেখা গেছে।
এসময় হৃত্বিক একটি সাদা টি-শার্ট এবং ডেনিম প্যান্ট, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা ছিলেন। অন্যদিকে অন্যদিকে, সাবা সাদা স্নিকার্স, ধূসর জগার এবং একটি ধূসর ক্রপ টপ পরা অবস্থায় ছিলেন। তারা দু'জন হাত ধরে হাঁটছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হৃত্বিক এবং সাবাকে এখন মাঝে মাঝে শহরে বাইরে ঘুরতে দেখা যায় এবং তারা জনসমক্ষে উপস্থিত থাকেন। তাদের আউটিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনের প্রশংসা করেন। যা নেটিজেনদের নজরে পড়েছে। সাবার সঙ্গে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানেরও আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে।