মাছকে সাধারণ যোগ-বিয়োগ শেখাচ্ছেন বিজ্ঞানীরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৫:৫৭
স্কুল শিক্ষকরা এত দিন শিশু মস্তিষ্ককে বিকশিত করতে বিভিন্ন ধরনের খেলার ছলে গণিত শেখাতেন। সেসব খেলা এবার মাছের ওপর পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা।
‘সিখলেড’ ও ‘স্টিংরে’র মত কিছু সামুদ্রিক মাছের উপর একই ধরনের পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। অবাক হলেও সত্য, পরীক্ষায় ভালোভাবেই পাস করছে মাছগুলো।
গবেষকরা বলছেন, এসব প্রাণী মৌলিক গণিত শেখার যোগ্যতা দেখিয়েছে এবং সেই জ্ঞান কাজে লাগিয়ে ছোট ধাঁধার সমাধানও করেছে। --বিষয়টি উঠে এসেছে বৃহস্পতিবার প্রকাশিত জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ।
“আমরা প্রাণীদের সহজ যোগ বিয়োগের প্রশিক্ষণ দিয়েছি”-- বলেছেন বন ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট অফ জুওলজি’র ভেরা শ্লুসেল। তিনি এই গবেষণার প্রধান লেখক।
- ট্যাগ:
- জটিল
- গণিত ও গণনা
- সামুদ্রিক মাছ