শুঁটকি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দুবলার চরে

কালের কণ্ঠ শরণখোলা প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১১:১৪

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকি খাতে এ বছর রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উৎপাদনও, যা গত বছরের তুলনায় প্রায় দেড় গুণ। মৌসুমের শুরু থেকে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগে বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে যায়। শেষ দিকে সাগরে বেশি মাছ পড়ায় সেই ক্ষতি পুষিয়ে লভবান হয়েছেন জেলে-মহাজন সবাই। মৌসুম শেষে হিসাবান্তে এমন তথ্যই দিয়েছে বন বিভাগ।


বন বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরের কোষঘেঁষা দুবলার জেলেপল্লীর আওতাধীন মাঝের কিল্লা, আলোরকোল, নারকেলবাড়িয়া, মেহের আলীর চর, শ্যালার চরসহ এ বছর পাঁচটি চর থেকে শুঁটকি উৎপাদন হয়েছে ৬৫ হাজার ৫৬০ কুইন্টাল। এ থেকে রাজস্ব আয় হয়েছে চার কোটি ২০ লাখ টাকা, যেখানে গত বছর শুঁটকি উৎপাদন ছিল ৪৬ হাজার কুইন্টাল এবং রাজস্ব আয় ছিল তিন কোটি ২২ লাখ টাকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও